Thursday, 15 January 2026
The News Diplomats
নিউজ ডিপ্লোমেটস :
Publish : 01:49 PM, 24 December 2025.
Digital Solutions Ltd

ঢাকায় গণসংবর্ধনার ব্যাপক প্রস্তুতি

দেশের পথে তারেক রহমান, ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান

দেশের পথে তারেক রহমান, ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্ত্রী-কন্যাসহ তারেক রহমান

Publish : 01:49 PM, 24 December 2025.
নিউজ ডিপ্লোমেটস :

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। ইতোমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরর্ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ঢাকাসহ সারাদেশ থেকে নেতাকর্মী-সমর্থকের ঢল নামাতে বড় প্রস্তুতি নিয়েছে দলটি। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা।

তবে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত দলটি। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন হ মুনিরুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, "রাজনৈতিক ব্যক্তি হিসেবে উনার যে ধরনের ‘থ্রেট’রয়েছে তাতে উনাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা দেওয়া উচিৎ। তবে এটা যেহেতু সরকারের সিদ্ধান্ত, ফলে সেটা না পাওয়া গেলে অধিক পুলিশ ও দলীয় নিরাপত্তা টিম গঠন করে উনার নিরাপত্তার ব্যবস্থা করা উচিৎ।”

বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এমনকি মায়ের অসুস্থ্যতায়ও আসতে পারেননি।

বিএনপি নেতারা জানিয়েছেন, ইতিমধ্যে তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২০ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন তারেক রহমান। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচ সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়া আছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারি আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন।

গণসংবর্ধনার প্রস্তুতি

বিএনপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেহ রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। ইতিমধ্যে সেখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। দফায় দফায় দলটির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ডয়চে ভেলেকে বলেন, "শুধু দলীয় নেতাকর্মী নয়, অনেক সাধারণ মানুষও সারাদেশ থেকে ঢাকায় এসেছেন। এখন তারা তারেক রহমানকে দেখতে পারবে কিনা জানি না। উনার এই আগমন শুধু একজন রাজনৈতিক নেতার আগমন না, এটা একটা দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর প্রক্রিয়া। আমরা এখানে কোন উগ্রবাদ দেখতে চাই না। আমরা চাই সব রাজনৈতিক দল সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি করবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, সংবর্ধনায় অন্তত ২০ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করছেন তারা। বিশেষ করে সংসদ নির্বাচন সামনে রেখে দলের শক্তি দেখানোর লক্ষ্যও রয়েছে এই আয়োজনের পেছনে। গণসংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "আশা করছি, অর্ধকোটি মানুষের উপস্থিতি হবে। এরই মধ্যে সারা দেশ থেকে নেতাকর্মী ঢাকা আসতে শুরু করেছেন।”

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ সময় তারেক রহমানকে ঢাকা থেকে নির্বাচন করতে অনুরোধ জানান নেতারা। বৈঠকে তারেক রহমানের সংবর্ধনার মঞ্চে কারা উপস্থিত থাকবেন সেটি নিয়েও কথা বলেছেন নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ‘টু' নেতারা থাকবেন। এর বাইরে জুলাইযোদ্ধা নিহত ও আহত পরিবারের একজন করে সদস্য থাকবেন। দেশে পৌঁছার পর তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন।

নিরাপত্তা নিয়ে বিশেষ প্রস্তুতি

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। বেবিচক কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে, তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকির তথ্য নেই। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার নিরাপত্তায় কোথাও যেন কোনো ফাঁক না থাকে, এ বিষয়টি জোরালোভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তারেক রহমান যাতায়াতের সময় পাবেন পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা। এ ছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারে কাছে ভিড়তে দেবে না পুলিশ। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা বলেন, "তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘোষণা পাওয়ার পরপরই পুলিশ প্রশাসনের নির্দেশনায় গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। ২৪ ডিসেম্বর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে। তারেক রহমানের চলাচলের প্রতিটি স্থানে থাকবে নিরাপত্তা বেষ্টনী। তারেক রহমানের দেশে ফেরার দিন পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কতজন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন, তা উচ্চপর্যায়ের সিদ্ধান্তে নির্ধারিত হবে। তারেক রহমানের দেশে আসার আগেই বিমানবন্দর থেকে তারেক রহমান যে পথে যাবেন সে পথে আগে থেকেই পুলিশের সোয়াট টিম, বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ শুরু করবেন। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ।”

তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে। এদিকে নিরাপত্তাজনিত হুমকির কথা উল্লেখ করে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের জন্য আনুষ্ঠানিকভাবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তার আবেদন করেছে দলটি।

‘শুধু দলীয় নেতা-কর্মী নয়, অনেক সাধারণ মানুষও ঢাকায় এসেছেন’

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দশ রুটে চলবে স্পেশাল ট্রেন। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশে বিশেষ ট্রেন/ অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০ (দশ) টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বরাদ্দ দেওয়ার কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হবে।

উপর্যুক্ত ট্রেনসমূহের একদিনের জন্য যাত্রা স্থগিত করায় ওই রুটসমূহের যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর। এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

শনিবার ভোটার হবেন তারেক রহমান

২৭ ডিসেম্বর শনিবার ভোটার হবেন তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার ভোটার হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ছিলেন।

দেশে ফেরার পর যে কোনো সময় বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার তিনি সেখানে যেতে পারেন।

দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বরের এ বাড়িতেই উঠবেন তারেক রহমান, যা ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে শতভাগ নিরাপত্তা। বাড়ির পুরো আঙ্গিনা ও সড়কেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, দেয়াল জুড়ে তারকাঁটা ও নিরাপত্তা রক্ষীদের কঠোর পাহাড়া।

UK/EUROPE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশ শিরোনাম রাফসান-সানিয়া থেকে রাফসান-জেফার, গুঞ্জন নয়-সত্যি শিরোনাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের শিরোনাম ইরানি বিক্ষোভকারী যুবক এরফান সোলতানির ফাঁসির অপেক্ষা শিরোনাম আগের মতোই চলছে বিচারবহির্ভূত হত্যা, ড. ইউনূস আমলেই নিহত ৪৫ শিরোনাম নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা করবেন ভলকার টুর্ক!