Thursday, 07 August 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:20 AM, 21 June 2025.
Digital Solutions Ltd

নিরাপত্তা পরিষদের বৈঠক উত্তপ্ত

পশ্চিমা শক্তিগুলোকে ইসরায়েলি আগ্রাসনের ‘সহযোগী’ বললো রাশিয়া

পশ্চিমা শক্তিগুলোকে ইসরায়েলি আগ্রাসনের ‘সহযোগী’ বললো রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভিডিও বার্তায় বক্তব্য দেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা�

Publish : 07:20 AM, 21 June 2025.
ডেস্ক রিপোর্ট :

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করলেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত
জেনেভায় ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই মুলতবি।
# এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে, তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠক পরিণত হয়েছিল এক উত্তপ্ত বাদানুবাদে। ইরান ও ইসরায়েল, তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধের জন্য দায় চাপাতে থাকে। বৈঠকে এ যুদ্ধ বন্ধ করা ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কীভাবে এগোনো উচিত, সে বিষয়ে পরিষদ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
দশকের পর দশক ধরে সীমিত পরিসরে, সরাসরি ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে দ্বন্দ্ব চলার পর গত সপ্তাহে ইরান-ইসরায়েলের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাত শুরু হয়। ইসরায়েলের অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। তাই আত্মরক্ষায় ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়েছে। জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই দেশের পাল্টাপাল্টি হামলা এখনো চলছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি, ইসরায়েল-ইরান সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দেন। ২০ জুন ২০২৫, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে। ছবি: রয়টার্স

বৈঠকে দেওয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ইসরায়েল ও এর মিত্রদের তেহরানে আগ্রাসনের সমর্থনে ‘অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকি’র (ইরানের তরফে) যুক্তিকে ‘সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত’ বলে বর্ণনা করেন।
জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ‘ভুক্তভোগী সেজে নাটক করছে’। তিনি ইরাভানিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কী করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে রক্ষা চাওয়ার সাহস করেন, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি?’
ব্যক্তিগত আক্রমণ ও দোষারোপে ভরা বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই মুলতবি হয়ে গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল হামলা বন্ধ না করলে গঠনমূলক আলোচনা সম্ভব নয়।
নিরাপত্তা পরিষদের সদস্যরা মূলত লড়াই বন্ধ করা ও সংকটের কূটনৈতিক সমাধানের পথ খোঁজার পক্ষে মত দেন। তবে আলোচনা গড়ায় কে দায়ী, তা নিয়ে পাল্টাপাল্টি বিতর্কে।
যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী প্রতিনিধি ডরোথি ক্যামিল শে বলেন, ইরানই মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের প্রধান উৎস’ এবং তার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে। তবে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিরা কিছুটা সংযত ভঙ্গিতে উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া পাল্টা বক্তব্যে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা আছে—এ দাবি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ‘ভিত্তিহীন গুজব’। তিনি পশ্চিমা শক্তিগুলোকে ইসরায়েলি আগ্রাসনের ‘সহযোগী’ ও ‘ভয়াবহ অস্ত্রের মতোই বিপজ্জনক’ বলে আখ্যা দেন।
‘আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)’ ১২ জুন জানায়, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সই হওয়া আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে দুই দশকে এই প্রথম সংস্থাটি ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করে।
জাতিসংঘের সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক বোমা তৈরির উপযোগীমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই রয়েছে। তবে ইরান সত্যিই এমন অস্ত্র তৈরি করছে, তা বলেনি সংস্থাটি। রাশিয়ার প্রতিনিধি আইএইএর এ প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ও ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না, তবে চাইলে এক বছরের মধ্যে তা করতে পারে। এ বিষয়ে গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাহলে আমার গোয়েন্দা সংস্থাগুলো ভুল করছে।’
অন্যদিকে পরিষদে চীনের প্রতিনিধি ফু কং কিছুটা নমনীয় ভঙ্গিতে ইসরায়েলের হামলার নিন্দা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে আইএইএ বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি তিনি।

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন। ২০ জুন ২০২৫, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে। ছবি: রয়টার্স

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না, তবে চাইলে এক বছরের মধ্যে তা করতে পারে। এ বিষয়ে গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাহলে আমার গোয়েন্দা সংস্থাগুলো ভুল করছে।’
এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে, তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্যে বলেন, ইরান বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার চেষ্টা করছে না, এমন দাবি করে আসছে। তবে এ বিষয়ে একটি ‘আস্থার ফাঁক’ রয়ে গেছে। গুতেরেস আরও বলেন, ‘এ ফাঁক দূর করতে চাই কূটনীতি—একটি বিশ্বাসযোগ্য, বিস্তৃত ও যাচাইযোগ্য সমাধান; যার আওতায় আইএইএর পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।’
গুতেরেস যুদ্ধ এড়িয়ে শান্তির সুযোগ কাজে লাগাতে ইসরায়েল ও ইরানকে সতর্ক করে বলেন, ‘আমরা শুধু সংকটের দিকে এগোচ্ছি না, আমরা সেদিকে ছুটে চলেছি।’
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত ও আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপর দিকে গতকাল ইসরায়েলের পক্ষ থেকে ড্যানন জানান, ইরানের হামলায় অন্তত ২৯ জন নিহত ও প্রায় ৯০০ জন আহত হয়েছেন। দুই দেশই জানিয়েছে, হতাহত মানুষের বেশির ভাগই সাধারণ নাগরিক।

UN/CLIMATE CRISIS বিভাগের অন্যান্য খবর

শিরোনাম নতুন-পুরানের মিলনমেলায় টরন্টোর মর্নিংসাইড পার্ক যেন একখন্ড গোলাপগঞ্জ শিরোনাম প্রবাসী যোদ্ধার সম্মাননা পেলেন যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাইদ আহমদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন করতে ইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা শিরোনাম গণ–অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: ড. ইউনূস শিরোনাম মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ শিরোনাম ২৮ দফা জুলাই ঘোষণাপত্রে যা বললেন ড. ইউনূস